Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

ছবি
শিরোনাম
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ জাতীয় পুরস্কার - ২০২২
বিস্তারিত

দেশব্যাপী অনুষ্ঠিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ -২০২২


জনগণকে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য বিষয়ে সময়োপযোগী তথ্য ও সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং সেবা প্রদানকারীকে গুণগত সেবা প্রদানে আন্তরিক হতে সচেষ্ট করার লক্ষে গত ১৭ডিসেম্বর হতে ২২ডিসেম্বর ২০২২ইং পর্যন্ত দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদ্যাপিত হয়। সময়মতো নিলে পরিবার পরিকল্পনা পদ্ধতিশিশু ও মাতৃ স্বাস্থ্যের হবে উন্নতি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে উদযাপিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহে সেবা প্রদানের উপর ভিত্তি করে সারা দেশে শ্রেষ্ঠ ১০টি জেলাকে পুরস্কৃত করা হয়েছে।


এই উপলক্ষে পরিবার পরিকল্পনা অধিদপ্তরে সেবা ও প্রচার সপ্তাহের পর্যালোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব জনাব সাইফুল হাসান বাদল মহোদয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার বিতরণ করেন। এবারের সেবা ও প্রচার সপ্তাহে বান্দরবান জেলা সারা বাংলাদেশে ২য় স্থান অর্জন করে সারা দেশে দ্বিতীয় হয়েছে। বান্দরবান জেলার পরিবার পরিকল্পনা বিভাগের সুযোগ্য উপ-পরিচালক ডা. অংচালু মহোদয় উক্ত পুরস্কার গ্রহণ করেন। এই সময় তিনি বান্দরবান জেলার স্থানীয় প্রশাসন এবং জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের জনপ্রতিনিধি, পরিবার পরিকল্পনা বিভাগ ও স্বাস্থ্য বিভাগসহ সংশ্লিষ্ট বেসরকারী সংস্থাসমূহের সকল পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, যারা উক্ত সেবা ও প্রচার সপ্তাহ সফলভাবে উদযাপনে সার্বিক সহযোগীতা প্রদান করেছেন তাঁদের সকলকে ধন্যবাদ ও অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি বান্দরবান পার্বত্য জেলাকে সেবা প্রদানে শ্রেষ্ঠ জেলা নির্বাচিত করায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহা-পরিচালক জনাব সাহান আরা বানু এনডিসি মহোদয় এবং আইইএম ইউনিটসহ অধিপ্তরের সকল কর্মকর্তাগণকে কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।