গত ১৮ এবং অদ্য ১৯ ফেব্রুয়ারী বান্দরবান জেলার রোয়াংছড়ি ও নাইক্ষংছড়ি উপজেলায় প্রসব পরবর্তি পরিবার পরিকল্পনা (PPFP) বিষয়ক ১ দিনের অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়। অবহিতকরণ কর্মশালাটি পরিবার পরিকল্পনা অধিদপ্তরের সিসিএসডিপি-এর আয়োজন করে। সংশ্লিষ্ট উপজেলা পরিবার পরিকল্পনা বাস্তবায়ন করে।
কর্মশালায় সংশ্লিষ্ট উপজেলার সকল উপসহকারি কমিউনিটি মেডিক্যাল অফিসার, পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যাণ সহকারি, স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক, সহকারি স্বাস্থ্য পরিদর্শক, স্বাস্থ্য সহকারি, সিএইচসিপি এবং মাঠ পর্যায়ে কর্মরত ৩ (তিন) জন কর্মচারি অংশগ্রহণ করেন।
রিসোর্স পার্সন হিসেবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মনোনিত কর্মকর্তাসহ উপজেলা পরিষদ চেয়ারম্যান এবং উপজেলা নিবাহি কর্মকর্তা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস