জনগণকে পরিবার পরিকল্পনা, মা-শিশু স্বাস্থ্য বিষয়ে সময়োপযোগী তথ্য ও সেবা গ্রহণে উদ্বুদ্ধ করা এবং সেবা প্রদানকারীকে গুণগত সেবা প্রদানে আন্তরিক হতে সচেষ্ট করার লক্ষ্যে গত ৩০ ডিসেম্বর, ২০১৭ হতে ০৪ জানুয়ারি, ২০১৮ পর্যন্ত দেশব্যাপী পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহ উদযাপন করা হয়। এবারের সেবা ও প্রচার সপ্তাহের প্রতিপাদ্য বিষয়: ‘‘পরিকল্পিত পরিবার গড়ি, মাতৃমৃত্যু রোধ করি’’।
এই উপলক্ষ্যে জেলা পরিবার পরিকল্পনা বিভাগের উদ্যোগে বান্দরবান জেলার সকল ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র, মা ও শিশু কল্যাণ কেন্দ্র এবং সদর হাসপাতালে বিভিন্ন সেবা ও প্রচার কার্যক্রমের আয়োজন করা হয়েছে। প্রচার কার্যক্রমের অংশ হিসেবে জেলা ও উপজেলা পর্যায়ে এ্যডভোকেসি সভা, স্থানীয় সাংবাদিক বৃন্দকে নিয়ে প্রেস ব্রিফিং সভা এবং প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়াতে সেবা ও প্রচার সপ্তাহের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। জেলা পর্যায়ে আয়োজিত এ্যডভোকেসি সভায় বান্দরবান পার্বত্য জেলা পরিষদের মাননীয় চেয়ারম্যান, জনাব ক্য শৈ হ্লা মহোদয় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার সুযোগ্য সিভিল সার্জন, ডা. অংসুই প্রু মার্মা মহোদয়।
পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের প্রথম দিন ৩০ ডিসেম্বর’২০১৭ মা ও শিশু কল্যাণ কেন্দ্রে বান্দরবান পার্বত্য জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব দিলীপ কুমার বণিক, যুগ্ম সচিব মহোদয় উক্ত সেবা ও প্রচার কার্যক্রমের শুভ উদ্ধোধন করেন। তিনি তাঁর বক্তব্যে পরিবার পরিকল্পনা কার্যক্রম একটি সামাজিক আন্দোলন হিসেবে উল্লেখ করে বলেন যে, ‘‘একসময় পরিবার পরিকল্পনা শুধু মাত্র জন্মনিয়ন্ত্রণ এবং কিছু প্রাথমিক স্বাস্থ্য সেবায় সীমাবদ্ধ ছিল। বর্তমানে পরিবার পরিকল্পনা শুধু জন্মনিয়ন্ত্রণ নয় মা ও শিশু স্বাস্থ্য রক্ষাসহ একটি পরিকল্পিত পরিবার গঠনকে নিয়ে কাজ করছে।’’ এসময় বান্দরবান পার্বত্য জেলার পরিবার পরিকল্পনা বিভাগ, স্বাস্থ্য বিভাগ ও বেসরকারী সংস্থার কর্মকর্তা-কর্মচারীসহ সুযোগ্য সিভিল সার্জন ডা. অংসুই প্রু মারমা, জেলা পরিবার পরিকল্পনা বিভাগের সুযোগ্য উপ-পরিচালক ডা. অংচালু এবং সহকারী পরিচালক (পরিবার পরিকল্পনা), জনাব এমরান হোসেন চৌধুরী উপস্থিত ছিলেন।
এছাড়াও জনাব মো: রমজান আলী, যুগ্ম সচিব, পরিচালক (প্রশাসন), পরিবার পরিকল্পনা অধিদপ্তর মহোদয় ০২/০১/২০১৮ খ্রিঃ তারিখ থানচি উপজেলা এবং ০৩/০১/২০১৮ খ্রিঃ তারখি বান্দরবা মা ও শিশু কল্যাণ কেন্দ্রে পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের কার্যক্রম পরিদর্শন করেন। তিনি বান্দরবান পার্বত্য জেলায় পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন।
সেবা ও প্রচার সপ্তাহে ৭৯৭জন স্থায়ী ও দীর্ঘমেয়াদী পরিবার পরিকল্পনা পদ্ধতি সেবাসহ সর্বমোট ৩৩৬৮জনকে পরিবার পরিকল্পনার বিভিন্ন পদ্ধতি সেবা প্রদান করা হয়। এছাড়াও ২৪৩০জন মা ও শিশু স্বাস্থ্য সেবা, ১৬৮৫ জন কিশোর-কিশোরী সেবা এবং ৩৫৫৫জন সাধারণ রোগীর সেবাসহ মোট ৭৬৭০জনকে বিভিন্ন সেবা প্রদান করা হয়।
উক্ত সেবা কার্যক্রমে বিশেষ অবদানের জন্য বান্দরবান পার্বত্য জেলা সারা দেশে ২য় এবং চট্টগ্রাম বিভাগে ১ম স্থান অর্জন করে। ১৭/০১/২০১৮ খ্রিঃ তারিখ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটে আয়োজিত পরিবার কল্যাণ সেবা ও প্রচার সপ্তাহের পর্যালোচনা সভা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বান্দরবান জেলার পক্ষে সুযোগ্য উপ-পরিচালক, পরিবার পরিকল্পনা ডা. অং চালু মহোদয় উক্ত পদক এবং সনদ গ্রহণ করেন। এই সময় তিনি বান্দরবান পার্বত্য জেলাকে সারা দেশে ২য় এবং চট্টগ্রাম বিভাগে ১ম স্থান নির্বাচন করায় পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মাননীয় মহা-পরিচালক এবং পরিচালক, আইইএম ইউনিট-সহ সংশ্লিষ্ট সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। এবং এই সফলতার ধারাবাহিকতা বজায় রাখার অঙ্গীকার ব্যক্ত করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস